হয়তো তোমাকে ভুল করে ভেবে নেবে সব অর্বাচীন, পরিচিত প্রিয় মুখগুলো- বদলে যাবে রাত্রি-দিন, হয়তো কারও সলাজ হাসি জাগাবে ও বুকে কাঁপন, কারও চোখের গহীণে হারাবে তোমার স্বপন, বন্ধু, তুমি দিশেহারা হয়ো না তখন এগিয়ে যাও দুর্বার- মাড়িয়ে সকল হাহাকার হবে তোমার রথে বিজয়ের আগমন... হয়ত ভাববে রাত্রিদিন- অর্থহীন সবকিছু চেতনারা নয় বন্ধু আর, হাড্ডিসার নেয়... Continue Reading →