ডানপিটে
সে সময়টিতে ডানপিটে ছিলাম,
সেটা জাহির করার ক্ষেত্রও ছিল প্রচুর,
আমি ছোট্টবেলার কথা বলছি –
বাড়ি হতে নেমে বিলের ছোট্ট দ্বীপটিতে নৌকো ভেড়াতাম
সেথায় হিজলগাছের ডালেডালে লালটুকটুক বউ কুড়াতাম ,
পুকুর পাড়ে বসে দেখতাম মাছেদের তড়িৎ চুম্বন
কেঁচোদের চাষাবাদ আর রাতে শুনতাম ব্যাঙের কীর্তন,
সে সময়টিতে…
চারিদিকে কতই না ভালবাসার আঁকর ছিল!
বোনেদের চুলের লাল ফিতায়,
প্রৌঢ়ের সুর করে পড়া গীতায়,
ভাইয়েদের মাছ মারার বড়শির ফাঁসে,
বুড়ামার ফোঁকলা দাঁতে আর ভ্রান্ত প্যাকপ্যাক হাঁসে,
বাঁটা তেঁতুলের পাতায়
একাকী ভেসালের ছাতায়,
গোধূলীর রঙ্গে
কিশোরীর ঢঙ্গে,
প্রথমবারের মত মাতৃত্বের স্বাদ পাওয়া মিশুকের ওলানে,
আর সদ্য ছ্যাকা খাওয়া সজলের বাঁশির টানে, সবখানে !
সে সময়টিতে ভালবাসা ছিল,
জোনাকিরা -পাখিরা -ফুলেরা
আমায় সে কথাই জানাত প্রতিক্ষন ,
আজ জানি ভালবাসার বড় অভাব,
যা আছে তা নাকি কেড়ে নিতে হয় !
তাইতো আরেকবার ডানপিটে হতে চায় ক্ষতে ছাওয়া মন!
10 July 2011
English Translation: Daredevil
Leave a comment