হার না মানা আহবানে

হয়তো তোমাকে ভুল করে
ভেবে নেবে সব অর্বাচীন,
পরিচিত প্রিয় মুখগুলো-
বদলে যাবে রাত্রি-দিন,
হয়তো কারও সলাজ হাসি
জাগাবে ও বুকে কাঁপন,
কারও চোখের গহীণে
হারাবে তোমার স্বপন,
বন্ধু,
তুমি দিশেহারা হয়ো না তখন
এগিয়ে যাও দুর্বার- মাড়িয়ে সকল হাহাকার
হবে তোমার রথে বিজয়ের আগমন…

 

হয়ত ভাববে রাত্রিদিন- অর্থহীন সবকিছু
চেতনারা নয় বন্ধু আর, হাড্ডিসার নেয় পিছু,
ছোটো তুমি দিগ্বিদিক, ধরা পরবে ঠিক- তবু
বন্ধু-
তুমি থেমে যেও না তখন
এগিয়ে যাও দুর্বার- মাড়িয়ে সকল হাহাকার
হবে তোমার রথে বিজয়ের আগমন…

 

হয়তো সময়ের কালো স্রোত-
দেবে আলো চোখ ধাঁধিয়ে
পপ-কর্নের ঠোঙ্গায় তোমায়
ভালবাসার প্যাকেজ দেবে গছিয়ে,
হয়তো লালিত স্বপ্নেরা
বারে বারে হবে বিলীন
চিরচেনা আকাশটা তোমার
হবে ধূসর, রংধনু-বিহীন….
হয়ত ভাববে রাত্রিদিন- অর্থহীন সবকিছু
চেতনারা নয় বন্ধু আর, হাড্ডিসার নেয় পিছু,
বন্ধু
স্রোতে ভেসে যেও না তখন
এগিয়ে যাও মুক্তির টানে
এগিয়ে যাও নতুনের গানে
এগিয়ে যাও হার না মানা আহ্বানে
হবে তোমার রথে… বিজয়ের আগমন।।
গান
১০ মার্চ ২০১১

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑