প্রেমের কবিতা অনেক লিখেছ হিরন্ময়

প্রেমের কবিতা অনেক লিখেছ হিরন্ময়
৯ জুন ২০১২

প্রেমের কবিতা অনেক লিখেছ হিরন্ময়,
এবার বরং আগুনে কবিতা লেখ- নিকুচি করে
পুঁজে সভ্যতার পিন্ডি ভস্মের তিলক ললাটে আঁক,

প্রেমের কবিতা অনেক হল তো হিরন্ময়,
ছন্দোবদ্ধ শব্দের কামে-মেলে ধরেছে হৃদয়-
কত না প্রেমিকা তোমার তানে,
কখনও রক্তস্রাবের খবর কি রাখো?

প্রেমের কবিতা অনেক লিখেছ হিরন্ময়-
এবার তুমি আগুনে কবিতা লেখ!

ঐ চেয়ে দেখ বালিকা-কিশোরী, ওর উদরে ছ’মাস আগে
পুঁজিবাদী বিবেক দিয়েছে বিলাসী বর্জ্য ঠেঁসে,
… তোমার প্রিয়ার উদাসী চোখের চাহনীর সাথে
ওর একটি হিরোসিমা- একটি নাগাসাকি বিন্দুমাত্র না মেলে,
মেকী-অলঙ্কারে কবিতা অনেক সাজিয়েছ হিরন্ময়,
এবার নাঙ্গা হয়ে ধুলি-কর্দমে বাঁচো।

জোরপূর্বক দোহনের শিকার ঐ যে মৃতপ্রায় নদী! ওর দোষ-
ও গতিপথের সবাইকে সমানভাবে ভালবাসতে চেয়েছিল,
কারন ও দ্রৌপদীর মত সৌর্য্যপিয়াসী নয়, হিরন্ময়-
এক কবিতায় তুমি প্রেমিকাকে বলেছিলে ওই নদীটি নাকি পূর্ণযৌবনা!
ওর অথৈ-বুকে নৌবিহারে থাকবে তোমরা একটি পূর্নিমা পেরিয়ে অমাবশ্যা!
হা হা হা… আজ সেখানে হাটুপানিতে
বকেরা উদযাপন করে মীনহীন ভালোবাসা।

মিথ্যেচারতো অনেক করলে হিরন্ময়,
এবার অনা-সত্যের শিকলে কুড়াল মার!

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑