তোমরা খুব প্রেম করতে পারো,
খুব-
মাঠ-ঘাট তো দেখনি,
বাল পাকার আগেই খাটে গিয়ে প্রেম করো,
তোমরা খুব প্রেম করতে পারো:
ফেসবুকে কেউ একজন তার গোলাপী-শুকর মার্কা ছবি লটকিয়েছে,
কেউ একজন ইন্সটলমেন্ট এর টাকা মেরে একটা লেটেস্ট হুন্ডা কিনে-
সানগ্লাসে চোখের ময়লা ঢেকে টম ফুটুস সেজেছে,
কেউ একজন একটাই মাত্র ভুড়ির জন্য গতকাল জিমে ও আজকে রেস্টুরেন্টে গিয়ে ‘চাপ’ নিয়ে কাব-জাবের ছবি শেয়ার করেছে,
ইহকালের চৌদ্দ-গুষ্টি উদ্ধ্বার করা কেউ একজন পরকালের জন্য লোক-দেখানো সময় ইনভেস্ট করেছে,
বন্ধুকে বন্ধুর-মায়ের-সাথে-শারীরিক- সম্বন্ধ-করা-বাচক সম্বোধন না করে একটা কনভারসেশন শেষ করতে না পারা ছেলেটা-
পবিত্র টুপি মাথায় দুনিয়া উদ্ধার করে এসে ছবি তুলে আপলোড দিয়েছে,
দু’পায়ের মাঝের কক্ষটাতে টু-লেট লাগিয়ে ঘোরা মেয়েটা ইদানিং সতীত্বতার বিজ্ঞাপন করতে চুলের মর্যাদা রক্ষায় অবতীর্ন হয়েছে,
অমনি-
সাথে সাথেই
তুমি ক্রাশ খাও
তুমি প্রেমে পড়ো,
“প্রেম কি? খায়-না-মাথায়-দেয়” বলা “সঙ্গম আর চ-বর্গীয়তার পার্থক্য না জানা” প্রজন্মের প্রজাতি তুমি,
নিজের বিশেষ জাত্মাভিধানে ‘প্রেম করা’র সুযোগ নেই জেনেও-
তুমি
ও
তোমরা
খুব প্রেম করতে পারো।।
22 May 2018
Leave a comment