সম্ভাবনা ছিল

সম্ভাবনা ছিল তোমরা সহিষ্ণু মাটির গন্ধ নিতে ঝরে ঝরে পরবে
সকল অন্ধকারের বন্ধ দারের অস্বীকারকে শিকার করে মেরে-
সদাই সকল সত্য মিথ্যেকে অঙ্কুরে করবে বিনষ্ট,
সম্ভাবনা ছিল পৃথিবীর ইতিহাস কোন স্বপ্নদোষী গল্পকারের নিকটে নয়-
বরং নিজের সৃষ্টি ও ধ্বংসের ধ্রুপদী খেলার জৈব অজৈবিকতায় খুঁজে নেবে,
সম্ভাবনা ছিল কবিতার দরকার হবে না লেখার, জন্ম নেবে কবিতা ভ্রুণের ডিএনএ-তে
স্নাত হবে কবিতা কসমিক শূন্যায়নে ভেসে আসা আলো-আধারীতে,
সম্ভাবনা ছিল আকাশের নবজাতক পূর্ণিমা ধর্ষিতা হবে না মর্তের অমাবশ্যায়,
যুদ্ধাত্মারা দেখবে না অশরীর তাদের ত্যাগের উত্তর প্রহসনের মানবচিত্র,
সম্ভাবনা ছিল তুমি হবে আমি, আমি হব তুমি, জড়াজড়ি করে নিয়ত
বাচব আমরা মৃত্যুর সমাধিতে, পম্পেই নগরীর আগ্নেয় ছাই এর ভাষ্কর্যের মত,
সম্ভাবনা ছিল প্রতিটি মিথোজীবী সংগমে তৃপ্ত হবে সারা মানববিশ্ব
মানুষের মন-কর্ম-কর্ষ হবে একেকটা শিল্প, পর্দা নয় দৃশ্য দেবে আভরণ
জ্ঞানাগ্নেয়তে ঝালাই চোখ সৌন্দর্যবোধে স্বাধীন করবে আদিমকে,
সম্ভাবনা ছিল নার্সিসিস্টের মিথ হবে শুধুই রুপকথা, তার আত্মাহুতির
সরোবরে ঘোলাঘূর্নিঝড় আনবে বিবেকের মাছরাঙ্গা, সবাই হবে পরস্পরে যুক্ত,

সম্ভাবনা আছে, কোনদিনই তোমাদের সম্ভাবনা ছিল না, থাকবে না ভবিষ্যতও।

 

অক্টোবর ৩১, ২০১৬

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑