আমি ধীরে ধীরে খিচুড়ি রান্না করাটা শিখে ফেলছি,
তোমাকেও শিখে ফেলব,
কারন আমি জানি,
যাদের শেখার আগ্রহ নেই,
তারা ভুল জিনিস মানে, ভুল পথে চলে, ভুলকে সঠিক ভেবে-
ভুলের প্রেমের ‘পরে কি এক কুৎসিত ভাষ্কর্য নির্মাণ করতে গিয়ে-
নিজেকেই ভুলে বসে,
সক্রেটিসের সহজ-সরল আটা-ময়দার বড়ি-দর্শনও
এদের জ্ঞানের চৌকাঠ পেরোয় না,
যাদের শেখার আগ্রহ নেই,
তারা একেকটা জম্বি, তারা শুধুই মাংস বোঝে
মাংসে গরম-মশলা ঠিকমত পরেছে কিনা-
নিজেদের ‘সেভেন ডেডলি সিন’ এর মঞ্চায়ণের জন্য,
তারা বাঁচতে শেখার আগেই জীবন্মৃতের নেয় মরে,
যাদের শেখার আগ্রহ নেই,
তারা আজ যাকে ঘৃণা করে, কাল তার কাছেই নিজেকে বিকোয়,
বোঝেও না, এ যেন নিজেকেই ঘৃণা করা,
আমি তোমাকে ঠিকই শিখে নেব,
তোমাকে শেখা, আমার তুমিকে শেখা,
তোমাকে শেখা, আমার আমিকে শেখা,
তোমাকে আমি ভাঙ্গব না, জানব, তুমিতো ভেঙ্গেই আছো- ভেসে আছো,
কসমসের গহবরে, ইলেক্ট্রন-প্রোটন-নিউট্রন-ফোটনের সাগরে,
আমার সাথে মিলে মিশে একাকার,
আমি তোমাকে ঠিকই আরও ভালো করে শিখে নেব,
কারন আমি জানি, তোমাকে শেখা মানে- আলোকিত হওয়া,
আর জানি,
আলোর অনুপস্থিতিকেই অন্ধকার বলে।।
12:04 PM ; August 13 2017
Leave a comment